তুরস্কে শক্তিশালী ভুমিকম্প, নিহত অন্তত ৭৬ জন

তুরস্কে শক্তিশালী ভুমিকম্প, নিহত অন্তত ৭৬ জন

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ এলাকায়, এতে নিহত হয়েছেন ১১৮ জন এবং আহত হয়েছেন ৪৪০ জন এখন ধ্বংস স্তুপে আটকে আছে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি, আল জাজিরা ও খালিজ টাইমস-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

উত্তর সিরিয়াও ভূমিকম্পে প্রবলভাবে আঘাত হেনেছে। ভূমিকম্পটি ইসরাইলেও অনুভূত হয়েছ। এক বিবৃতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তুরস্ক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ।
এখনো চলছে উদ্ধার অভিযান ।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.