জলঢাকায় ২বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডের আসামী গেপ্তার

জলঢাকায় ২বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডের আসামী গেপ্তার

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ২ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও ৭ লক্ষ টাকার অর্থদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

রোববার ১২ মার্চ রংপুর মহানগর এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়।

আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে  দুইটি সিআর মামলার সাজাপ্রাপ্ত অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

আটককৃত ব্যাক্তি উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত জছিপাড়া এলাকার তফির উদ্দিনের ছেলে আনোয়ার মুন্সি।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলেমর নেতৃত্বে, বিশেষ অভিযান টিমসহ এএসআই মামুনুর রশিদ, রংপুর আর এমপি এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রফতার করেন।।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, আমরা নীলফামারী জেলা পুলিশ সুপার  মো. গোলাম সবুর পিপিএমেন দিক নির্দেশনায় ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দীর্ঘদিনের পলাতক আসামীকে ধরতে সক্ষম হই।

থানা সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মুন্সীর নামে দুইটি পৃথক পৃথক মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা অর্থদন্ডে সাজাপ্রাপ্ত হলে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.