ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ

উপজেলা প্রতিনিধি
রুহিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় পৃথক অভিযান চালিয়ে ০৯/০৩/২০২৪ তারিখ ৩০.২৫ ঘটিকার সময় পলাশ বাংলা নামক স্থানে অবস্থানকালে গোপন সংবাদের প্রেক্ষিতে দুইজন মাদক বিক্রেতার তথ্য জানতে পারে পুলিশ । যে, রুহিয়া থানাধীন ০২নং আধানগর ইউপি’র অর্ন্তগত দক্ষিন ঝাড়গাঁও গ্রামস্থ জনৈক মোঃ ইসা হক এর বসতবাড়ির সংলগ্ন পূর্ব পাশে রাস্তার ওপরে দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করে আছে ০৯/০৩/২০২৪ তারিখ ০০.৫৫ ঘটিকায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দুইজন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলে আসামী মোঃ আল আমিন(২৩) ধরতে সক্ষম হই পুলিশ আসামি আলামিনের প্যাকেটস সার্চ করে মাদকদ্রব্য পাওয়া যায় ১.২গ্রাম বার পিচ অনুমান যার মূল্য ৬০০০ টাকা এবং অপর মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৮) নীল রংয়ের পলিথিনের ছোট প্যাকেট ফেলে পালিয়ে যায় যার ওজন ১.২গ্রাম বার পিচ অনুমান যাহার মূল্য ৬০০০ টাকা টোটাল ইয়াবা ট্যাবলেট হলো ২৪ পিচ যাহার মূল্য ১২ হাজার টাকা

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বলেন, দুইজন মাদক ব্যবসায়ী পুলিশ দেখলে দৌড়ে পালানোর চেষ্টা করে।এবং আমরা আল আমিন নামে একজন ব্যক্তিকে ধরতে সক্ষম হই। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে একজন পলাতক রয়েছে তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বি:দ্র পলাতক আসামী আমজাদ হোসেন পিতা মৃত আজিবর রহমান সাং দক্ষিণ ঝাড়গাও রুহিয়া। বর্তমান ঠিকানা বাডডালি বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও
ঝাড়গাও এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় আমজাদ হোসেন একটা ভয়ংকর মানুষ তিনি এর আগে এসিড নিক্ষেপের প্রধান আসামি ছিলেন এবং তিনি ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। আমাদের এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তার ভয়ে আমরা এলাকার মানুষ কথা বলতে পারিনা । তাকে আমরা দ্রুত গ্রেফতার দাবী জানাচ্ছি। তিনি বর্তমানে লালাপুর হাজীপাড়া জামে মসজিদের খতিব এবং বাডডালী হাফিজিয়া মাদ্রাসায় কর্মরত রয়েছেন

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.