বাসে বাড়তি ভাড়া, ট্রেনের টিকিটের পেছনে ছুটছে মানুষ

বাসে বাড়তি ভাড়া, ট্রেনের টিকিটের পেছনে ছুটছে মানুষ

মুসবা ডেস্ক রিপোর্ট : পাবনা থেকে ঢাকা পর্যন্ত বাস ভাড়া ছিল ৩৫০ টাকা। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া যোগ করলে এক আসনের ভাড়া দাঁড়ায় ৫৬০ টাকা। তবে ঢাকা-পাবনা রুটের সব বাস ভাড়া রাখছে আসনপ্রতি ৭০০ টাকা। কোনো আসন ফাঁকাও রাখা হচ্ছে না। সম্প্রতি পাবনা-ঢাকা রুটের ‘পাবনা এক্সপ্রেসে’ ভ্রমণ করে এমন অভিজ্ঞতার মুখে পড়েন এক যাত্রী। প্রতি আসনে যাত্রী তোলার বিষয়ে প্রতিবাদ করলে বাসের কর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ঢাকায় এসে ওই যাত্রী বিষয়টি উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অভিযোগও করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পাবনা এক্সপ্রেস কর্তৃপক্ষের বিষয়ে ব্যবস্থা নিয়েছে মহাসড়ক বিভাগের সংশ্লিষ্ট সংস্থা। এর পরও বদলায়নি চিত্রটি। এখনো বেশি ভাড়া আদায় করেও পরিবহন করা হচ্ছে বাসভর্তি যাত্রী।

গত রোববার যশোর থেকে ঢাকা এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহবুব আলম। বাসে বাড়তি ভাড়া ও স্বাস্থ্যবিধি না মানার বিষয়গুলো মাথায় নিয়ে ১৯ আগস্ট থেকে ট্রেনের টিকিটের চেষ্টায় ছিলেন তিনি। মাহবুব জানান, প্রতিদিন সকাল ৬টায় অনলাইন টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি শুরুর প্রথম দিনে ঠিক সকাল ৬টার দিকে চেষ্টা করেও তিনি কোনো টিকিট কাটতে পারেননি। ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে ‘অস্বাস্থ্যকর পরিবেশে’ বাসে চেপে ঢাকায় আসেন।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.