শাহারা খান(যুক্তরাজ্য প্রবাসী)

নারী তুমি গর্ভধারিণী,

প্রসব ব্যথা সহে,

পারো জননী রূপ নিতে।

নারী তুমি ধৈর্যশীলা,

শত কষ্ট বুকে জমা রেখে,

পারো সন্তানের মুখে হাসি ফুটাতে

নারী তুমি নিরাপদ আশ্রয়,

হাজারো ঝড়,ঝাপটায় পারো,

সন্তানকে আগলে রাখতে।

নারী তুমি অর্ধাঙ্গিনী,

আপন আলয় ছেড়ে,

পারো নতুন সংসার সাজাতে।

নারী তুমি প্রেরণাদাত্রী,

পুরুষের কাজে প্রেরণা দিয়ে,

পারো সাফল্য বয়ে আনতে।

নারী তুমি প্রেমময়ী,

ভালোবাসার পরশ দিয়ে,

পারো জীবন সুখের করতে।

নারী তুমি নহ শুধু অন্ত:পুরবাসিনী,

পুরুষের সাথে পাল্লা দিয়ে,

পারো তুমি বিশ্ব জয় করতে।

সন্তানের জান্নাত রয়েছে,

নারী তোমারই পদতলে।

তোমারই জন্যে সাজিল ধরনী

ফুলে আর ফলে।

নারী