ইতালির ভেরোনাতে প্রবাসী বাংলাদেশীদের ভ্রাম্যমান কন্স্যুলেন্ট সেবা প্রদান।

ইতালির ভেরোনাতে প্রবাসী বাংলাদেশীদের ভ্রাম্যমান কন্স্যুলেন্ট সেবা প্রদান।

ইতালি প্রতিনিধিঃ
ইতালির ভেরোনাতে প্রবাসীদের অতিরিক্ত সেবা দিতে ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্প এর আয়োজন করেছে মিলান বাংলাদেশ কলস্যুলেট এর কর্মকর্তারা।

ইতালিতে ছুটির দিনে ও প্রবাসী বাংলাদেশীদের অতিরিক্ত সেবার কথা চিন্তা করে প্রতিনিয়তই মিলান বাংলাদেশ কন্স্যুলেট ইতালির উত্তর অঞ্চলীয় শহরগুলোতে ভ্রাম্যমান ক্যাম্পের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনি ও রবিবার দুইদিন ব্যাপী ভেরোনাতে এই ভ্রাম্যমান ক্যাম্প অনুষ্ঠিত হয়। মিলান কনসাল জেনারেল এম.জে.এইচ জাবেদ এর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এ সেবা প্রদান করেন।

কনস্যুলেট সেবায় ভেরোনা এবং এর আশপাশের শহর থেকে প্রায় পনেরশত প্রবাসী এ সেবা গ্রহন করেন।
মিলান বাংলাদেশ কন্সুলেন্টের সাথে ভলেন্টিয়ার হিসেবে সার্বিক সহযোগিতা করেন ভেরোনাস্থ প্রবাসী বাংলাদেশিরা। যাদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল মান্নান কাজী, আজিম উদ্দিন হাওলাদার, শেখ মোঃ মাহমুদ, ফারুক শিকদার, আমিনুল ইসলাম কাজী নাঈম, আদিত্য ভাশানী, আবিদ সাদেক হৃদয়,নাবিল আহমেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আজাদ, বাদল শিকদার, রিপন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, রিয়ান সিকদার, মোঃ মাসুদ, আল আমিন সহ আরো অনেকেই। এসময় তারা কলসাল জেনারেল এর কাছে প্রতি তিন মাস পর পর এ সেবা দেওয়ার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.