নোভাভ্যাক্স” অনুমোদন পেল বিশ্বের ১০ম টিকা হিসেবে

নোভাভ্যাক্স” অনুমোদন পেল বিশ্বের ১০ম টিকা হিসেবে

কোভিড-১৯ এর ১০ম টিকা হিসেবে অনুমোদন পেয়েছে নোভাভ্যাক্স। মার্কিন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই টিকাকে মঙ্গলবার ২১ ডিসেম্বর অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। নোভার তৈরি এই টিকা জরুরি ভিত্তিতে ব্যবহার এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

অপরদিকে নোভাভ্যাক্স টিকার শর্তসাপেক্ষে অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (EMA)। ই এম এ এর পক্ষ থেকে সোমবার তাদের বিশেষজ্ঞদের এমন সুপারিশ এর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পূর্বেই এই টিকার ২০০ ডোজ কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

নোভাভ্যাক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছেন তাদের টিকা উত্তর আমেরিকায় করোনার বিরুদ্ধে একটি ট্রায়াল ব্যবহারে ৯০.৪% কার্যকরিতা প্রদান করতে সক্ষম হয়েছে। আগামী জানুয়ারি তে ভ্যাক্সিন টি ইউরোপীয় ইউনিয়ন এ সরবরাহ কার্যক্রম শুরু করতে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.