সালথা উপজেলায় সহিংসতার ঘটনা প্রসঙ্গে

সালথা উপজেলায় সহিংসতার ঘটনা প্রসঙ্গে

সালথায় ৫ এপ্রিলের সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে করেন না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ওই ঘটনাকে ‘মানুষের তাৎক্ষণিক ক্ষোভের প্রকাশ’ দাবি করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন তিনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শহরের মহাকালীর মোড় এলাকার একটি রেস্তোরাঁয় ‘সালথা উপজেলায় সহিংস ঘটনা প্রসঙ্গে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, সারা দেশে কথিত লকডাউন চলাকালে (যখন সবকিছু চালু কিন্তু দোকানপাট বন্ধ করা হয়েছে) বাংলাদেশের একটি অতি প্রত্যন্ত এলাকা সালথার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে এসি ল্যান্ডের (সহকারী কমিশনার) লোকজন একজন বৃদ্ধসহ কয়েকজন ব্যক্তিকে অপমান ও লাটিপেটার ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটার কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, এসি ল্যান্ডের সোনাপুরের ফুকরা বাজারের মতো একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে লকডাউন কার্যকরের নামে মারপিট করা একদিকে যেমন দুঃখজনক, অপর দিকে তেমনি হাস্যকর।

শামা ওবায়েদ আরও বলেন, কোনো রকম তদন্ত না করে পুলিশ পরে যে মামলা দিয়েছে, তাতে বেছে বেছে বিএনপির সব স্তরের নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা আজ বাড়িতে থাকতে পারছেন না। তাঁরা পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.