বিশ্বে দূষিত শহরের তালিকায় টানা ৮দিন শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় টানা ৮দিন শীর্ষে ঢাকা

চলতি মাসের ২৩ দিনই ঢাকার বাতাস এতটাই দূষিত এবং অস্বাস্থ্যকর ছিল যে ঢাকায় শ্বাস নেওয়াও বিপজ্জনক হয়ে উঠছে। আজ সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩১৫ নিয়ে ঢাকার বাতাসের মান ‘বিপজ্জনক’ অবস্থায় ছিল।

বায়ু বিশেষজ্ঞদের মতে, স্কোর ১০১-২০০ এর মধ্যে হলে তা মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়। ০-৫০ পর্যন্ত হলে সেটি স্বাভাবিক, ৫১-১০০ হলে মোটামুটি। ১০১-১৫০ সতর্কতামূলক স্কোর, ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১-৩০০ খুব বেশি অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা বিপজ্জনক।

ভারতের দিল্লি ও চীনের শেনইয়াং যথাক্রমে ৩১৩ ও ২৪৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

ঢাকার বায়ুদূষণ এর বিভিন্ন কারণের প্রধান তিনটি কারণ হলো – ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন স্থাপনার ধুলা।

দিন দিন পরিবেশ এবং আবহাওয়ার এমন বিপর্যয়ের কারণে আইপিডি বলছে, রাজধানীতে নিয়ন্ত্রণহীন ধুলা, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল, ইটভাটা, সড়কের নিয়ন্ত্রণহীন খোঁড়াখুঁড়ি, মেগা প্রজেক্টের নির্মাণযজ্ঞ, শিল্পকারখানার ধোঁয়া ও বর্জ্য, কঠিন বর্জ্যের অব্যবস্থাপনা ও বর্জ্য পোড়ানো—মূলত এসব মিলে ঢাকা শহরের বাতাস বিপজ্জনক করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published.